ওয়েব ডেস্ক: টাকার জন্য লাগাতার চাপ। প্রায় প্রতিদিনই চলত মারধর। শেষ পর্যন্ত পিটিয়ে মহিলার মুখে বিষ ঢেলে দেওয়া হল। স্বামী ও শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৃহবধূ। অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মায়াহাওড়ির বাপুলিরচক গ্রামে। মৃতের নাম শ্রাবন্তী সরদার। বছর পাঁচেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় জগদীশ সরদারের। বিয়ের দুবছর পর থেকে শুরু হয় অশান্তি। অভিযোগ শ্রাবন্তীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত জগদীশ। গতকাল অশান্তি চরমে ওঠে। এরপরই মহিলার ওপর চলে নির্মম অত্যাচার। ঘটনার পর পালিয়ে যায় মহিলার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর ও তাঁর স্ত্রী।


পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভের জের, রাতভর যাদবপুর ক্যাম্পাসে আটকে উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার সহ অধ্যাপকরা