নিজস্ব প্রতিবেদন: বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত বাংলা। ট্রেনের সমস্যায় বাসই ভরসা পর্যটকদের। তবে সেখানেও একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। অভিযোগ, বেশকিছু বেসরকারি সংস্থার উত্তরবঙ্গগামী বাস রওনা দিলেও তারা ভাড়া হাঁকাচ্ছেন অনেক বেশি। বাস সময়মতো ছাড়লেও মাঝ রাস্তায় বিপদের আশঙ্কা পিছু ছাড়ছে না যাত্রীদের। ইতিমধ্যেই ভুটানগামী একটি বাস ছেড়েছে ধর্মতলা থেকে। ধর্মতলায় অপেক্ষা রয়েছেন অসহায় যাত্রীরা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বহরমপুর কান্দি কুলি- এই অংশগুলি পর্যন্ত সরকারি বাস যেতে পারলেও তারপর আর এগোনো যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে চালকদের মধ্য়ে। মঙ্গলবার সাতসকালে ধর্মতলার সরকারি বাসস্ট্যান্ডে মানুষজন ভিড় করলেও টিকিট দেওয়ার বিষয়ে কিন্তু ততটা আগ্রহী নন বাসচালক বা কর্মীরা। গাড়ি ছাড়বে সেটা নিশ্চিত হওয়ার পরই টিকিট বিক্রি করা হচ্ছে। উত্তরবঙ্গের দিক থেকে বেশিরভাগ বাস কলকাতায় ফিরে না আসায় নিয়মঅনুযায়ী এখান থেকেও বাস মিলছে না। সব মিলিয়ে রেল যোগাযোগ যখন প্রায় বিপর্যস্ত তখন সড়কপথেও আশঙ্কা বাধা আর অনিশ্চয়তা। 


আরও পড়ুন: নিরাপত্তায় পুলিসের কনভয়, শিলিগুড়ি থেকে সরকারি বাসে কলকাতায় ফেরানো হচ্ছে পর্যটকদের