নিজস্ব প্রতিবেদন : কর্তব্যরত পুলিসকর্মীদের চোখে নুন-লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আক্রমণ, ধাক্কাধাক্কি ও পোষাক ছিঁড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যবসায়ী দম্পতিকে। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার খড়বোনা গ্রামে। আজ ধৃত দম্পতিকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে, বিচারক দু'জনকেই ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত সোমবার বিকালে। কালবৈশাখি ঝড়ে খড়বোনা এলাকায় হাইটেনশন তারে গন্ডগোল হওয়ায় এলাকার তিনটি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি জানার পরই বিদ্যুৎ দফতরের কর্মীরা দেখেন, খড়বোনা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় কুন্ডুর এলাকায় থাকা কাঠের একটি পুরনো বিদ্যুতের খুঁটিতে সমস্যা রয়েছে। দ্রুত সেই কাঠের খুঁটির বদলে কংক্রিটের খুঁটি বসানোর চেষ্টা করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। 


অভিযোগ, সেই সময় মৃত্যুঞ্জয় কুন্ডু বাধা দিলে বিষয়টি ছাতনা থানায় জানায় বিদ্যুৎ দফতর। এরপরই আজ সকালে পুলিস বিদ্যুৎ দফতরের কর্মীদের সাথে নিয়ে মৃত্যুঞ্জয় কুন্ডু নামের ওই ব্যবসায়ীকে বুঝিয়ে-সুঝিয়ে বিদ্যুতের খুঁটি বদলের কাজ করতে গেলে আক্রান্ত হয় বলে অভিযোগ। অভিযোগ, মৃত্যুঞ্জয় কুন্ডু ও তাঁর স্ত্রী পুলিসের চোখে নুন ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন। পুলিসকর্মীদের ধাক্কাধাক্কি করেন। 


এই ঘটনায় এক পুলিস আধিকারিকের পোষাকও ছিঁড়ে যায়। এক পুলিসকর্মীর আঘাত লাগে। এরপরই বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে। যদিও ধৃত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কুন্ডু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উলটে মিথ্যা অভিযোগে গ্রেফতারে মদত দেওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন ধৃত ব্যবসায়ী। তৃণমূল নেতারা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।


আরও পড়ুন, মোটা টাকার টোপ দিয়ে দিঘার হোটেলে রমরমিয়ে মধুচক্র! হাতেনাতে গ্রেফতার ম্যানেজার সহ ৮ যুবক-যুবতী


প্রি-ওয়েডিং শুটের পর বিয়ের দিন পালাল বর! সদলবলে সটান পাত্রর বাড়িতে পাত্রীপক্ষ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)