নিজস্ব প্রতিবেদন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুরের আখনা গ্রামে একটি ঝিল পাড়ে ৷ মৃতের নাম প্রসেনজিত্ রায় (৩৪) ৷ বাড়ি সোনারপুর থানা এলাকার সুভাসগ্রামের নতুনপল্লিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




 ঘটনায় অভিযোগের তির সুজিত হালদার, তুষার হালদার, রানা দাস, সায়্ন মিস্ত্রি, পঙ্কজ মন্ডল নামে কয়েকজনের দিকে ৷ 
প্রসেনজিত্ পেশায় ব্যবসায়ী ৷ সুজিত হালদার নামে এক যুবক প্রসেনজিতের কাছেই কাজ করত ৷ রবিবার প্রসেনজিতের স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন৷ সেইসময় বাড়িতে গিয়ে সুজিত প্রসেনজিত্কে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। 


বাঙালিকে কাঙালি বলছে, একটাও ভোট নয়, অমিতের 'কাঙাল' খোঁচায় চটলেন মমতা
জানা গিয়েছে, আখনা ঝিলপাড়ে তাঁদেরকে মারপিট করতে দেখেন  স্থানীয় বাসিন্দারা ৷ রবিবার সন্ধ্যার পর থেকে স্বামীর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি প্রসেনজিতের স্ত্রী। রাতে ওই এলাকায় তল্লাশি চালিয়েও কোনও হদিস পাওয়া যায়নি।
সকালে এলাকার বাসিন্দারাই ঝিলপাড়ে প্রসেনজিতের দেহ পড়ে থাকতে দেখেন ৷  
ঘটনায় বারুইপুর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ইতিমধ্যে সুজিত -সহ ৪ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ ৷