নিজস্ব প্রতিবেদন: ভুট্টা বিক্রি করে ফেরার পথে ব্যবসায়ীকে ঘিরে ধরে গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়লেন বাইক আরোহী ব্যবসায়ী। বুধবার দুপুরের হাড় হিমকরা এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ভুট্টা বিক্রি করে ডালখোলা থেকে গোয়ালপোখরে তাঁর মলিনগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন জাইদুল হক(২৮)। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন। সঙ্গীদের দাবি ডালখোলা থানার ভগবানপুর এলাকায় মুখে রুমাল বেঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের পথ আটকায় একদল দুষ্কৃতী। জাইদুলদের কাছে থাকা ভুট্টা বিক্রির টাকা দিয়ে দিতে বলে।


এদিকে, ওই টাকার দাবি করাতে দুষ্কৃতীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন জাইদুল। এরমধ্যেই দুষ্কৃতূীদের একজন জাইদুলের পিঠে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনে দেয়। সেখানেই লুটিয়ে পড়ে জাইদুল। মৃত্যু হয় জাইদুলের। এমনটাই দাবি তার সঙ্গীদের। এরপরই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাটি দূর থেকে দেখতে সেখান থেকে পালিয়ে যায় জাইদুলের অন্য দুই সঙ্গী। সঙ্গীদের দাবি,জাইদুলের কাছে থাকা ৫০ হাজার ও অন্য একজনের কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।


ডালখোলা থানার অদূরেই ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দ্যেশ্যেই এই ঘটনা ঘটেছে। করাণ ওই এলাকায় মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ। 


এদিকে, রক্তাক্ত জাইদুলকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
ঘটনায় তার ৩ সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রায়গঞ্জ থানার পুলিস। 


আরও পড়ুন-Arjun Singh: গেরুয়াশিবিরে মোহভঙ্গ? TMC বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অর্জুন সিং


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)