কঙ্কালীতলায় হবে ক্যাফেটেরিয়া: মমতা
`আমি কঙ্কালীতলা দেখতে এসেছি। কারণ, এখানে ইতিমধ্যেই আমরা টাকা দিয়ে দিয়েছি। আমরা কঙ্কালীতলার উন্নয়ন করব।`
ওয়েব ডেস্ক: সংস্কার, উন্নয়ন, ট্যুরিজম-এক ঢিলে তিন পাখি মারতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিক তাই। তারাপীঠ, তারকেশ্বর এবং কালীঘাটের মত পীঠস্থানকে যেভাবে ঢেলে সাজানোর কথা ভেবেছে সরকার, ঠিক সেই ভাবেই সতীপীঠ কঙ্কালীতলার খোলনলচে বদলানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মন্দির এবং মন্দির লাগোয়া পুকুর সহ সমস্ত এলাকাই পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কঙ্কালীতলায় শাড়ি দিয়ে পুজো করার দিয়ে মুখ্যমন্ত্রী জানান, "আমি কঙ্কালীতলা দেখতে এসেছি। কারণ, এখানে ইতিমধ্যেই আমরা টাকা দিয়ে দিয়েছি। আমরা কঙ্কালীতলার উন্নয়ন করব।"
আরও পড়ুন- কঙ্কালীতলায় শাড়ি দিয়ে পুজো ভক্ত মমতার
বীরভূমে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলার সংস্কারের সঙ্গেই মঙ্গলবার একঝাক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যা যা করার কথা বললেন মুখ্যমন্ত্রী:
- গেস্ট হাউস হবে
- টয়লেট ব্লক হবে
- ক্যাফেটেরিয়া হবে
- সংস্কার করে আলোকসজ্জা সহ বাঁধানো হবে পুকুর