জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাণীদের নিয়ে বিপদ লেগেই রয়েছে উত্তরবঙ্গে, ডুয়ার্সে, মালবাজারে। কখনও হাতি, কখনও চিতাবাঘ। জাঁকিয়ে ঠান্ডা পড়তেই এবার চিতাবাঘের উপদ্রব বাড়ছে মালবাজারে। বুধবার স্থানীয় এক ছোট চা-বাগানে চিতাবাঘের দেখা মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ghost in Gym: জিমে ভূত? কেউ অজ্ঞান হয়ে পড়ছেন, কেউ নিজের গলা নিজেই টিপছেন...


জাঁকিয়ে ঠান্ডা পড়তেই চিতাবাঘের উপদ্রব বাড়ছে মেটেলি ব্লকে। আজ, বুধবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির বর্মনপাড়ার ওই ছোট চা-বাগানে চিতাবাঘের দেখা মেলায় ছড়াল আতঙ্ক। সকাল-সকাল সেখানে তিনটি চিতাবাঘের শাবককে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। 


খবর পেয়ে ঘটনা স্থলে আসেন খুনিয়া বন দফতরের কর্মীরা এবং মেটেলি থানার পুলিস। সাধারণ মানুষ যাতে চিতাবাঘের শাবকের সামনে না যান সেই মর্মে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কারণ, শাবক চিতাবাঘের আশেপাশেই মা চিতাবাঘের থাকার সম্ভাবনা রয়েছে। ফলে, মানুষ বা কোনও অন্য প্রাণীকে তাদের দিকে যেতে দেখলে আক্রমণ করে বসতে পারে মা চিতা।


আরও পড়ুন: West Bengal Weather Update: বুধবার থেকেই বৃষ্টি বঙ্গে? শীত কি তবে বিদায় নিচ্ছে?


জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এলাকার হাঁসমুরগি ছাগল খেয়ে যেত একটি চিতাবাঘ। এদিন এলাকায় চিতাবাঘের শাবক দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিতও হয়ে পড়েন তাঁরা। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, এ এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হবে। শাবকগুলি যেখানে আছে, সেখানেই থাক। মা চিতাবাঘ ঠিক সময়ে শাবকগুলিকে নিয়ে যাবে। এদিকে বনকর্মীরাও এলাকায় রয়েছেন, যাতে মা চিতাবাঘ সাধারণ মানুষের উপর আক্রমণ করে না বসে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)