জয়নগর। দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা মোয়ার জন্যই বিখ্যাত। কিন্তু এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে কিছুটা যেমন জয়নগর রয়েছে, তেমনই রয়েছে সুন্দরবনের একটা বড় অংশ। যা দীর্ঘদিন বামেদের শক্তিঘাঁটি ছিল। কোথাও সিপিএম-আরএসপি, আবার কোথাও এসইউসিআইয়ের ক্ষমতা বেশি ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৯ সালে জয়নগরে তৃণমূলের সমর্থনে এসইউসিআই দীর্ঘদিন পর জিততে পেরেছিল। কিন্তু ২০১৪ সালে জেতেন তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল। এবারও তিনি ওই কেন্দ্রের প্রার্থী। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন বিজেপির অশোক কান্ডারি ও আরএসপির সুভাষ নস্কর। এছাড়াও রয়েছেন কংগ্রেসের তপন মণ্ডল। এই চার প্রার্থী হলফনামায় কী কী জানালেন, দেখে নিন একনজরে-


প্রতিমা মণ্ডল, তৃণমূল কংগ্রেস

বয়স

৫৩ বছর

ঠিকানা

৭কে, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা-১৯

আয়

প্রতিমা: ১১,২০,১০৪ টাকা (২০১৮-১৯), ৩৬১১৪০ টাকা (২০১৩-১৪)


স্বামী: ১১,৩৪,১১৪ টাকা (২০১৮-১৯), ৭৩৬৭০০ টাকা (২০১৩-১৪)

মামলা

নেই

হাতে নগদ

প্রতিমা: ৫০০০ টাকা, স্বামী: ১৫০০০ টাকা

অস্থাবর সম্পত্তি 

প্রতিমা: ১৩১৬৪৬৫৬.৬০ টাকা, স্বামী: ৯৩০৪৮৯৬.৬৭ টাকা

স্থাবর সম্পত্তি

প্রতিমা: নেই, স্বামী: ৫০০০০০০

ঋণ

নেই

শিক্ষা

ইতিহাসে এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়

পেশা

রাজনীতি


 

অশোক কান্ডারি, বিজেপি

বয়স

৪৩ বছর

ঠিকানা

১০, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড, পোস্ট-জয়নগর মজিলপুর, দক্ষিণ ২৪ পরগনা

আয়

অশোক: ২৪৭৩৬০৫ টাকা (২০১৭-১৮), ১১২৮০২০ টাকা (২০১৩-১৪)


স্ত্রী: ১১৮১০৬০ টাকা (২০১৭-১৮), ৫৫৭২৫০ টাকা (২০১৩-১৪)

মামলা

নেই

হাতে নগদ

অশোক: ২০০০০ টাকা, স্ত্রী: ১০০০০ টাকা

অস্থাবর সম্পত্তি

অশোক: ১৪৬৭৭২৭ টাকা, স্ত্রী: ১৫২৪৩৪৩ টাকা

স্থাবর সম্পত্তি

অশোক: ২২১৫৬০০০ টাকা, স্ত্রী: ৯৯০০০০ টাকা

ঋণ

২০৮১০০০ টাকা

শিক্ষা

এমবিবিএস

পেশা

চিকিত্সক


 

 তপন মণ্ডলকংগ্রেস

বয়স

৫০ বছর

ঠিকানা

গ্রাম: কুন্দখালি, পোস্ট ও থানা: কুলতলি, জেলা: দক্ষিণ ২৪ পরগনা

আয়

আয়কর জমা করার তথ্য নেই

মামলা

নেই

হাতে নগদ

তপন: ৮৫০০০ টাকা, স্ত্রী: ৫০০০ টাকা

অস্থাবর সম্পত্তি 

তপন: ৪৩৫০০০ টাকা, স্ত্রী: ১৫০০০০ টাকা

স্থাবর সম্পত্তি

তপন: ২৯০০০০০ টাকা, স্ত্রী: নেই

ঋণ

তপন: ৬০০০০ টাকা

শিক্ষা

এম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

পেশা

গৃহশিক্ষক


 

সুভাষ নস্কর, আরএসপি

বয়স

৬৭ বছর

ঠিকানা

১০ কুমড়াখালি, থানা: বাসন্তি, জেলা: দক্ষিণ ২৪ পরগনা

আয়

সুভাষ: ৩৬২৪৭০ টাকা (২০১৫-১৬), ৩৪০৮৮১ টাকা (২০১৪-১৫)। এর পর থেকে ২০১৮-১৯ পর্যন্ত আয়ের কোনও হিসেব হলফনামায় দেননি।

মামলা

নেই

হাতে নগদ

সুভাষ: ৫৫০০০ টাকা, স্ত্রী: ২২০০০ টাকা

অস্থাবর সম্পত্তি

সুভাষ: ২৪৯৯১৮৩.৪৮ টাকা, স্ত্রী: ৩০২১৩২ টাকা

স্থাবর সম্পত্তি

সুভাষ: ৭২০০০০ টাকা, স্ত্রী: ৫০০০০০ টাকা

ঋণ

নেই

শিক্ষা

বিএ, কলকাতা বিশ্ববিদ্যালয়

পেশা

রাজনীতি ( হোলটাইমার )