নিজেস্ব প্রতিনিধি : পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির বেলাকোবা এলাকায়। শুক্রবার সকালে উদ্ধার করা হয় দেহটি। ময়নাতদন্তের পর জানা গেছে, অন্য এক পুরুষ চিতাবাঘের সঙ্গে লড়াই করতে গিয়েই মৃত্যু হয়েছে সেটির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৈকুন্ঠপুরের জঙ্গলে এর আগেও চিতাবাঘের মৃত্যুর খবর মিলেছিল। এবার বেলাকোবা রেঞ্জ অফিসের খুব কাছ থেকেই উদ্ধার করা হয় এই চিতাবাঘের দেহটি। জানা গেছে, শুক্রবার সকালে জঙ্গলে টহলদারির সময় দেহটি দেখতে পান বনকর্মীরা।


দেহের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত রয়েছে চিতাবাঘটির। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঙ্জয় দত্ত জানিয়েছেন, সঙ্গিনীর দখল নিয়ে লড়াই বেঁধে যায় দুই পুরুষ চিতাবাঘের মধ্যে। আর তার ফলেই মৃত্যু হয়েছে পূর্ণ বয়স্ক চিতাবাঘটির।


আরও পড়ুন- তিন মাস চিকিত্সার পর সুস্থ বাঘকে ছেড়ে দেওয়া হল সুন্দরবনের জঙ্গলে