নিজস্ব প্রতিবেদন: চলছে বাজি পোড়ানো, আবির খেলা। কী ভাবছেন? নিশ্চয়ই আনন্দের কোনও ঘটনা ঘটেছে, তাই এরকম চলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভুল ভাবছেন। দুঃখেরই ঘটনা। মারা গিয়েছেন এক বৃদ্ধ। কিন্তু তাঁর মৃত্যুঘটনাকে ঘিরেই আপাতবিরল এই উদযাপন খড়্গপুরে।


বৃহস্পতিবার সকালে মারা গিয়েছেন খড়্গপুর (kharagpur) নিমপুরা বাজার কমিটির সভাপতি দণ্ডপাণি সাহু। বয়স হয়েছিল বিরানব্বই বছর। কিন্তু তাঁর শ্মশানযাত্রায় খেলা হল আবির, পোড়ানো হল বাজি। দুপুরে হল শেষকৃত্য। তখনও শ্মশানে বসে খেলা হল তাস (cardplay)।


ব্যাপার কী? শ্মশানযাত্রীদের এহেন কাণ্ড-কারখানা দেখে কার্যত অবাকই এলাকাবাসী। বৃদ্ধের মৃত্যুতে এত খুশি কীসের?


না, ঠিক খুশি নয়। এ আসলে উদযাপনের মোড়কে শোকনিরসন। বাজার কমিটির সদস্যরা বলেন, 'দণ্ডপাণি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা দুঃখও পেয়েছি। তবে তাঁকে আমরা খুশিভাবে বিদায় জানাতে এই ধরনের উদ্যোগ নিয়েছি। উনি বাজার কমিটির সভাপতি হলেও বাজার সদস্যদের সঙ্গে বসে তাস খেলতেন। সেকথা মনে রেখেই ওঁর স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই তাসখেলার আয়োজন।'


বাজারকমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দণ্ডপাণির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অচিরেই তাঁর একটি মূর্তি বাজারে স্থাপন করা হবে। 


Also Read: ভাটপাড়ায় BJP কর্মীকে গুলি করে খুন! অসামাজিক কাজের প্রতিবাদেই পরিণতি, মন্তব্য অর্জুনের