নিজস্ব প্রতিবেদন: নারদ মামলায় গ্রেফতার ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) ও সুব্রত মুখার্জি (Subrata Mukherjee)। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসে এনে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়। আজই গ্রেফতার করে চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। এদিন সকালেই নারদ মামলায় (Narada Scam) জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে বাড়ি থেকে সিবিআই দফতর নিজাম প্যালেসে তুলে আনা হয়। যদিও চেতলায় নিজের বাড়ি থেকে সিবিআইয়ের সঙ্গে বেরোনোর সময়ই সংবাদমাধ্যমকে ফিরহাদ বলেন গ্রেফতারই করা হয়েছে তাঁকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল সকাল ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম। বাড়ির বাইরে দেখা যায় কলকাতা পুলিসকেও। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। 'আমাকে গ্রেফতার করল। আদালতে দেখে নেব।' সংবাদমাধ্যমে ফিরহাদকে বলতে শোনা যায়।


কিছুদিন আগেই নারদ মামলায় ফিরহাদ সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আর সেই সূত্রেই আজ সকালে পৌঁছয় সিবিআইয়ের দল। 


আরও পড়ুন: আজই বাজারে DRDO এর করোনার ওষুধ, প্রকাশ করবেন Rajnath Singh


আরও পড়ুন: কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের আবেদন ৮৪ দিন পরেই, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক