Anubrata Mondal: অনুব্রতর বোলপুরের বাড়িতে সিবিআই, জিজ্ঞাসাবাদ মেয়ে সুকন্যাকে
অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর ১৭ অগস্ট প্রথমবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে যায় সিবিআই। কিন্তু তখন সুকন্যা মণ্ডল জানিয়েছিলেন যে, তাঁর মানসিক অবস্থা এখন ঠিক নেই।
প্রসেনজিৎ মালাকার: ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই। মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতেই ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই। সিবিআই প্রতিনিধি দলে রয়েছেন একজন মহিলা আধিকারিক। প্রসঙ্গত, এর আগে গোরুপাচার কাণ্ডের তদন্তে কেষ্ট কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তবে সেইসময় শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে কথা বলতে চাননি সুকন্যা মণ্ডল। ওদিকে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। সেইসব নথিও আজ সিবিআই আধিকাররিকরা নিয়ে আসেন। সিবিআই-এর স্ক্যানারে কেষ্ট কন্যার সম্পত্তি। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। রেকর্ড করা হয় তাঁর বয়ান।
অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর ১৭ অগস্ট প্রথমবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে যায় সিবিআই। কিন্তু তখন সুকন্যা মণ্ডল জানিয়েছিলেন যে, তাঁর মানসিক অবস্থা এখন ঠিক নেই। মা প্রয়াত হয়েছেন। বাবা জেলে। তিনি এখন কথা বলার মত অবস্থায় নেই। এরপর আদালতে হাজিরা দিতে কলকাতায় পৌঁছলেও শেষমেশ তা স্থগিত হয়ে যায়। এবার একেবারে সমস্ত রকম আইনি প্রক্রিয়া সেরেই বোলপুরের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর বীরভূমের একাধিক চালকলে হানা দেন তদন্তকারীরা। যার মধ্যে অন্যতম 'ভোলে ব্যোম' ও 'শিব শম্ভু' রাইস মিল। তার মালিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, অনুব্রতর ঘনিষ্ঠরাও চলে আসে সিবিআই-এর আতস কাচের তলায়। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন, Coal Scam, Jitendra Tiwari: তলবের কারণ কী? চিঠি লিখে সিআইডি হাজিরা এড়ালেন জিতেন্দ্র
গোরুপাচার কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। খারিজ হয়ে গিয়েছেন তাঁর জামিনের আবেদন। যদিও অনুব্রত মণ্ডলের স্পষ্ট দাবি, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। সমস্ত কিছু আইটি রিটার্ন ফাইল করেই কেনা।