নিজস্ব প্রতিবেদন: কোন পথে হামলা? কীভাবে চলল গুলি? ঝালদাকাণ্ডে (Jhalda Councilor Murder) প্রত্যক্ষদর্শীদের সঙ্গে ঘটনার পুর্ননির্মাণ করল CBI। ২ শুটার, বাইক চালক, তপন কান্দু ও নিরঞ্জন বৈষ্ণবের ভূমিকায় অভিনয় করানো হল স্থানীয় ৫ যুবককে। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলল মাপজোক ও ফটোগ্রাফি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে কান্দু খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন CBI-র DIG অখিলেশ সিং। স্রেফ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা নয়, ঝালদার শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা। অস্থায়ী ক্য়াম্পে ম্যারাথন জেরার পর ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক সত্যবান পরমানিককে। দফায় দফায় চলছে জিজ্ঞাবাদ।



কীভাবে বাইকে করে ঘটনাস্থলে এসেছিল আততায়ীরা? কত দূরে দাঁড়িয়েছিল? কীভাবে গুলি চলল? তপন কান্দু-সহ বাকিরাকে কোথায় ছিলেন? এদিন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে ফের ঘটনাস্থলে হাজির হন CBI আধিকারিকরা। গোটা ঘটনার পুর্ননির্মাণ করা হয়। জানা গেল, সেদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী প্রদীপ চৌরাসিয়াকে লক্ষ্য করেও গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।


আরও পড়ুন: Basirhat: বাইক চুরি সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে ৪ দিন শিকলবন্দি করে 'অত্যাচার' ব্যবসায়ীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)