কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, ফোনে মমতাকে বললেন রাহুল
রবিবার রাতে ফোন করে রাহুল মমতাকে বলেন, `এই লড়াই আমাদের সবার লড়াই। আমি আপনার পাশে আছি।
নিজস্ব প্রতিবেদন: কলকাতার পুলিস কমিশনারের বাসভবনে সিবিআই হানার প্রতিবাদে ধরনার মধ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
রবিবার রাতে ফোন করে রাহুল মমতাকে বলেন, 'এই লড়াই আমাদের সবার লড়াই। আমি আপনার পাশে আছি। যে কোনও মূল্যে মোদী সরকারের আগ্রাসনকে রুখতেই হবে।' পাশে থাকার জন্য রাহুলকে ফোনে ধন্যবাদ জানান মমতা।
ওদিকে মমতার সঙ্গে দেখা করতে সোমবারই কলকাতায় আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ইতিমধ্যেই টুইটে মমতাকে সমর্থন জানিয়েছেন দুই নেতাই।