নিজস্ব প্রতিবেদন: রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মতো অবস্থা তৈরি হয়েছে। রবিবার কলকাতায় সিবিআই - পুলিস দ্বৈরথ নিয়ে এমনটাই বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দিলীপবাবু বলেন, নির্দোষ হলে তদন্তের মুখোমুখি হতে এত ভয় কীসের। মানুষ চাইছে সত্য সামনে আসুক। কিন্তু ওরা গায়ের জোরে তদন্তকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এসব চলবে না। 


রাজীব কুমারের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ আছে, তাই জেরা হবেই, বললেন CBI প্রধান


সিবিআই তদন্ত আদালতের নির্দেশে ২০১৪ সালের আগে থেকেই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজিকে বদনাম করার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত। সারা দেশ এখন তা দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে তার তীব্র নিন্দা করে বিজেপি।