নিজস্ব প্রতিবেদন: ভিখিরিদের নিয়ে দোল খেলে পিকনিকে মেতেছেন জলপাইগুড়ির রাজু জোকার। জমজমাট তিস্তা পার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হতভাগ্য মানুষগুলো আবির খেলার আনন্দে নাচছেন...এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। রাজু জোকারের উদ্যোগে তিস্তাপারের এই অচেনা দৃশ্য আজ দেখল জলপাইগুড়িবাসী।


দোল খেলার পর লুচি-তরকারি, ভাত, মাছের ঝোল, মালপোয়া, জিলিপি, পানতুয়া পেট ভরে খেয়ে, দু'হাত তুলে রাজুকে আশীর্বাদ করে গেলেন শতাধিক ভিখারি।


আরও পড়ুন- পার্থকে ফুল মার্কস মমতার


জলপাইগুড়ি বেগুনটারি এলাকার বাসিন্দা, পেশায় টিভি মেকানিক সুন্দর মন্ডল ওরফে রাজু মন্ডল জানালেন আমি বছরে দুই বার এই ধরনের আয়োজন করি। আমি টি ভি সারিয়েই সংসার চালাই। কিন্তু এই অনুষ্ঠানের জন্য আমি বিভিন্ন অনুষ্ঠানে জোকার, চার্লি চ্যাপলিন ইত্যাদি সেজে মানুষকে আনন্দ দিয়ে রোজগার করি। আর সেই টাকার সঙ্গে আমার আরও কিছু টাকা যোগ করে এই আয়োজন করি আমি। মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টাও করেন রাজু।


রাজুবাবুর এই পরিশ্রমের শ্রেষ্ঠ সার্টিফিকেট অবশ্য এসেছে সব শেষে। খেয়ে দেয়ে যাওয়ার পথে মনোরঞ্জন মল্লিক, প্রাণকৃষ্ণ প্রামানিকরা জানালেন, "আমাদের মত হতভাগাদের নিয়ে কেন এই আয়োজন তা জানি না। তবে আজ আমরা খুব আনন্দ করলাম।"