ওয়েব ডেস্ক : উন্নয়ন তুমি কার? রেল থেকে রাস্তা। আসানসোলে ক্রেডিট নেওয়ার যুদ্ধে কেন্দ্র বনাম রাজ্য। একদিকে বাবুল সুপ্রিয়। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসানসোল স্টেশনে চলমান সিঁড়ি উদ্বোধন। বয়স্কদের কথা মাথায় রেখে সাধু উদ্যোগ। ফিতে কাটলেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয়। আমন্ত্রিত হয়েও অনুষ্ঠানে গরহাজির, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের মেয়র।


রেলের পর রাস্তা। গিরমিটের সড়ক উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয়। তাঁর সাংসদ তহবিলের টাকায় মেরামত হয়েছে রাস্তা। সড়ক সংস্কারে যৌথ অনুদান রয়েছে আসানসোল পুরসভারও। তারা আগের রাতেই সড়ক উদ্বোধন করে ফেলেছে।


তরজা চলবে। তবে দিনের শেষে উন্নয়নের খাতায় রইল কী? একটি নতুন তৈরি এসকাটেলটর। এবং মেরামত করা একটা সড়ক।


আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে স্বস্তি বাবুলের