নিজস্ব প্রতিবেদন: বাংলাকে অশান্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বাংলাকে গুজরাত বানানোর পরিকল্পনা করছে তারা। নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সেরে এই ভাষাতেই কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসকদল বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা ঢেলে কেন্দ্রীয় সরকার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।' 


 



মমতার কথায়, 'ফেকবুক, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাকে ডিফ্রেম, বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। দুটো তিনটে গন্ডগোল ঘটেছে সেটাও আমরা কন্ট্রোল করেছি।'  


তবে কেন্দ্রকে তাঁর সতর্কবাণী, গণতন্ত্র এত সহজ নয়। গণতন্ত্র বিক্রি হয় না। গণতন্ত্রের পিলারগুলো সব বিক্রি হয়ে গিয়েছে। সব কিনে নিয়েছে।  


বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, 'দুজন মারা গেলে বলে দিচ্ছে ৫ জন। নিখোঁজের নাম ঠিকানা দেও। মিথ্যে কথা বলে যা খুশি করে যাচ্ছে। কিন্তু বাংলাকে অপমান করবেন না। কাউকে করতে দেবেন না।' 


বেঙ্গল গুজরাত নয়, পুলিসকে কড়া হাতে গুন্ডামি মোকাবিলার নির্দেশ দিয়েছি, নবান্নে মমতা


মুখ্যমন্ত্রীর দাবি, 'বাংলা শান্তিতে আছে। আজও মেয়েরা রাতে ঘুরে বেড়ায়। এত গুন্ডামি করেও। যেখানে ইচ্ছা পুলিসকে মারছে। তার পর এত বড় বড় কথা শোভা পায় না।' 


তাঁর অভিযোগ, 'এত চেষ্টা করেও, পরিকল্পনা করে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে, ২৫,০০০-৩০,০০০ কোটি টাকা এক এক জনের হাতে দিয়ে, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে, সিবিআইয়ের ভয় দেখিয়ে, 
কাউকে ফোন করে বলছে পেট্রল পাম্প দেব। আর ১০-১৫ দেব। ১০-১৫ কী বুঝে নিন। এটা রাজনীতি হচ্ছে? এই রাজনীতি দেশে চলে না।' 


মমতার হুঁশিয়ারি, 'বিজেপির মুখোস যত দিন যাবে তত খুলবে। আমাকে জেলে পাঠিয়ে লাভ নেই। আমার সরকার ভাঙার চেষ্টা করে লাভ নেই।'