নিজস্ব প্রতিবেদন: কাঁথিতে অমিত শাহের সভার পর বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ওই ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্টও তলব করল কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ফোনে কাঁথির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের অধিকার সুরক্ষিত করতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঘটনায় জড়িত ও মদতদাতাদের শাস্তি নিশ্চিত করতে হবে। পালটা মমতা বলেন, 'নিজের কর্মীদের আগে সামলান।' পাশাপাশি ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে কেন্দ্র। 


 



ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। কাঁথিতে অমিত শাহের সভা শেষ হতেই ফিরতি বিজেপি কর্মীদের বাসে হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপি সমর্থকদের বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। 


মমতার ছবি বিক্রির প্রসঙ্গ তুলতেই অমিত শাহকে মানহানির চিঠি পাঠাল তৃণমূল


ঘটনায় পালটা তৃণমূল কার্যালয়ে  বিজেপি কর্মীরা হামলা চালান বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর চালানো হয় কার্যালয়টিতে। এর প্রতিবাদে পথ অবরোধে বসে তৃণমূল। সব মিলিয়ে বেশ কিছুক্ষণ পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। 


বিশেষজ্ঞদের মতে, বিজেপি সভাপতি অমিত শাহ জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পান। তাঁর সভাস্থলের অদূরে আইন-শৃঙ্খলা ব্যবস্থায় এহেন অবনতিতে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।