নিজস্ব প্রতিবেদন- বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আসানসোলের বারাবনি। বোমা, গুলির আঘাতে দুজন আহত হয়েছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই বোমাবাজি করেছে বলে অভিযোগ করেছে বিজেপি শিবির। তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুরোটাই সাজানো ঘটনা। বিজেপি ভোটের আগে নিজেরাই প্লট সাজিয়ে এসব করছে। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ''বিজেপি কর্মীরা নিজেদের মিছিলে নিজেরাই বোমাবাজি করেছে, এমন বোকার মতো দাবি তৃণমূলই করতে পারে। অপরিণত মানসিকতা নিয়ে রাজনীতি করলে এসব মন্তব্য বেরিয়ে আসে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'মানুষের কাজ করতে কোনও পদ লাগে না', 'দাদার অনুগামী' পোস্টার এবার বর্ধমান শহরে


বাবুল সুপ্রিয় এদিন আরও বলেছেন, ''কয়লা মাফিয়া ও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বারাবনি। লালাকে (অনুপ মাজি) সামনে রেখে কয়লা মাফিয়া অসিত সিং দিনের পর দিন এই চক্র চালিয়ে গিয়েছে। এতে আগাগোড়া জড়িত আছেন আসানসোলের মেয়র তথা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি| CBI তল্লাশি ও গ্রেফতারিতে ভয় পেয়েই বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে এই নক্কারজনক হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা। এই হামলার উত্তর মানুষ ২০২১-এ ইভিএমে দেবে। কে বলতে পারে, হয়তো তার আগেও এর বিহীত হয়ে যেতে পারে।'' এদিকে তৃণমূলের তরফে মলয় ঘটক পাল্টা দাবি করে বলেছেন, ''বারাবনিতে বিজেপির চারটে গোষ্ঠী।। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন ঘটনা ঘটেছে।''