হাইওয়েতে পুলিসের দড়ি খুলে বাহাদুরি বাবুলের
বাবুলের দাবি, তিনি ভিডিয়োটি তুলেছেন পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা দিতে সাধারণ মানুষ হয়রান করছে পশ্চিমবঙ্গের পুলিস-প্রশাসন। সোমবার এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
নিজের অভিযোগের স্বপক্ষে এদিন ট্যুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপির ওই নেতা। তাঁর দাবি, শীর্ষসারির এক তৃণমূল নেতা যাবেন দু'নম্বর জাতীয় সড়ক ধরে। তাই দু'ঘণ্টা আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে জাতীয় সড়কের ধারে।
বাবুলের দাবি, তিনি ভিডিয়োটি তুলেছেন পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায়। তিনি ওই দড়ি দিয়ে ঘেরাও ওই ব্যারিকেড খুলে দেন। রাস্তার ধারে দড়ি পড়ে থাকার দৃশ্য তিনি ভিডিয়োতে দেখিয়েছেন।
যদিও আসানসোলের সাংসদের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য পুলিস-প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।