নিজস্ব প্রতিবেদন :  ২৫ কোটি থেকে একধাক্কায় বরাদ্দ কমে ১ কোটি। আর এতেই বেজায় চটেছে নবান্ন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে নবান্ন সাফ জানিয়ে দিয়েছে, এই ১ কোটি টাকাও রাজ্য সরকার নেবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাওবাদী অধ্যুষিত জেলার উন্নয়নে কেন্দ্রীয় খাতে এর আগে বছরে বরাদ্দ ছিল ২৫ কোটি টাকা। কিন্তু এবার সেই বরাদ্দে কাঁচি চালিয়েছে কেন্দ্র। ব্যাপকভাবে কাঁটছাট করা হয়েছে বরাদ্দ। মাওবাদী অধ্যুষিত রাজ্যের ৫ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের জন্য বরাদ্দ ১২৫ কোটি টাকা কমিয়ে মাত্র ৫ কোটি টাকা করেছে মোদী সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে নতুন বরাদ্দের কথা জানিয়েও দেওয়া হয়েছে।


আরও পড়ুন, ডিপোর জন্য অমিল জমি, আটকে গেল জোকা মেট্রো


আর এতেই বেজায় ক্ষুব্ধ নবান্ন। নবান্নের তরফে সাফ জানানো হয়েছে, প্রতি জেলার জন্য বরাদ্দ মাত্র ১ কোটি টাকার কানাকড়িও নেবে না রাজ্য। সেকথা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে।