নিজস্ব প্রতিবেদন:  রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতালে  বেপরোয়া ভাঙচুরের অভিযোগ ওঠে রোগীর পরিবারের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বর কাজে যাওয়ার পর ছেলেকে নিয়ে বাথরুমে যান মহিলা, তারপর তাদের যে অবস্থায় দেখলেন প্রতিবেশীরা...


মঙ্গলবার রক্ত শূন্যতা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইংরেজবাজারের বাসিন্দা কায়েম আলি। পরিবারের দাবি,  রাতে কায়েমের অবস্থার অবনতি  হয়। রক্তের প্রয়োজন হয়ে পড়ে কায়েমের। কায়েমের পরিবারের সদস্যদের রক্ত জোগাড় করতে বলা হয়।


আরও পড়ুন: বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামীর, জানতেই মর্মান্তিক পরিণতি স্ত্রীর


  পরিবারের অভিযোগ, চিকিত্সকের পরামর্শ অনুযায়ী রক্ত জোগাড় করে হালপাতালে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা।   তাঁদেরকেও অনেকবার বলা সত্ত্বেও কিছুতেই হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না।  এরই মধ্যে কায়েমের শারীরিক অবস্থার অবনতি হয়।  মৃতের পরিবারের অভিযোগ, এরপরেই রক্তের অভাবে মৃত্যু হয় কায়েমর।  মঙ্গলবার রাতেও অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। বুধবার  সকালে ফের এনিয়ে আরও এক দফা উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রোগীর পরিবার বহিরাগতদের নিয়ে গিয়ে  হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ।