শিলিগুড়িতে খাঁচায় চিতা বাঘ ধরল বন দফতর
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মতিধর চা বাগানে ছড়িয়েছিল চিতাবাঘের আতঙ্ক।
নিজস্ব প্রতিবেদন: চা বাগানে উদ্ধার হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ (Cheetah Tiger)। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার ব্লকের মতিধর চা বাগানের ১ নম্বর সেকশনে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মতিধর চা বাগানে ছড়িয়েছিল চিতাবাঘের (Cheetah Tiger) আতঙ্ক। বিষয়টি বন দফতরে জানায় বাগান কর্তৃপক্ষ। নজরে আসে স্থানীয়দেরও। এরপর ওই এলাকায় খাঁচা পাতে বনদফতর। এদিন সকালে চা বাগানে খাঁচাবন্দি হয় পূর্ণ বয়স্ক চিতাবাঘটি।
বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ বলেন,'ওই এলাকায় চিতা বাঘ (Cheetah Tiger) ঘোরাঘুরি করার অভিযোগ করেন স্থানীয়রা। তারপরই আমরা দিন পাঁচেক আগে এই এলাকায় একটি খাঁচা পাতি। এদিন সকালে পূর্ণ বয়স্ক একটি স্ত্রী চিতাবাঘ খাঁচাবন্দি হয়। তবে এই এলাকায় আরও চিতাবাঘ আছে কিনা তা দেখতে হবে। সেক্ষেত্রে ফের খাঁচা পাতা হবে।' আপাতত বাঘটির চিকিৎসা করা হবে। এরপর সেটিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
আরও পড়ুন- বিশ্বে বেঁচে মাত্র ১০০০ King Vulture! সংরক্ষণের উদ্দেশ্যে রাজাভাতখাওয়ায় হবে প্রজনন