চার দিনের সফর, উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের পুরষ্কৃত করেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের পুরষ্কৃত করেন তিনি। এ বছর উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে বঙ্গরত্ন পুরষ্কার পাচ্ছেন যে ন'জন তারা হলেন জলপাইগুড়ির পরিবেশবিদ রাজা রাউত, দক্ষিণ দিনাজপুরের সমাজকর্মী তাপস কুমার চক্রবর্তী, দার্জিলিং-এর সমাজকর্মী রঙ্গো সুরিয়া, উত্তর দিনাজপুরের শিক্ষাবিদ পার্থ সেন, আলিপুরদুয়ারে লোকসংস্কৃতি গবেষক প্রমোদ নাথ, শিলিগুড়ির চিকিৎসক শেখর চক্রবর্তী, কোচবিহারের সাংবাদিক মইনুদ্দিন চিস্তি, কালিম্পং এর নাট্য জগতের মানুষ সি কে শ্রেষ্ঠা ও মালদহের নাট্যকার অভিনেতা পরিমল ত্রিবেদী।
আরও পড়ুন: আর কাউকে দলে নেওয়া হবে না, BJP-র ঝাঁপ বন্ধ করলেন Kailash
উল্লেখ্য, আজ চারদিনের সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ ফেব্রুয়ারি তাঁর ফেরার কথা। প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ে। মূলত দলের কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর। লোকসভা ভোটে খারাপ ফল। কাজেই উত্তরবঙ্গের ভোট ব্যাঙ্ক চাঙ্গা করতেই কার্যত মরিয়া ঘাসফুল শিবির।