ওয়েব ডেস্ক: জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। এবারের সফরে নতুন বিশ্ববিদ্যালয় সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। গতকাল বিকেলেই ঝড়-বৃষ্টির দুর্যোগ নিয়ে সড়কপথে ঝাড়গ্রামে পৌছোন তিনি। প্রবল দুর্যোগের মধ্যেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন হাজির ছিলেন বহু মানুষ।


আজ ঝাড়গ্রাম এসপি অফিসে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। তারপর দল এবং প্রশাসনের জন্য বিজয়া সম্মিলনী। সেখানে জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং কাজের অগ্রগতি নিয়ে আধিকারিকদের থেকে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব ও ডিজি। আগামিকাল রাজ কলেজের মাঠে রয়েছে পরিষেবা প্রদান অনুষ্ঠান। বহুদিনের দাবি মেনে জঙ্গলমহলের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের কথা সেখানেই ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।


প্রাথমিকের টেটের আবেদন জমা মঙ্গলবার থেকেই