নিজস্ব প্রতিবেদন: চিকিত্সার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ রণক্ষেত্র ক্যানিং মহকুমা হাসপাতাল। চিকিত্সকে  মারধরের অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার ভোরে বুকে ঠান্ডা লাগার সমস্যা নিয়ে হাসপাতালে ছ’মাসের মেয়ে বৃষ্টিকে ভর্তি করান বাসন্তী গৌরিদাস পাড়ার বাসিন্দা চন্দন হালদার। অভিযোগ, সকাল ৬টায় হাসপাতালে ভর্তি করালেও, ৮টা পর্যন্ত কোনও চিকিত্সাই হয়নি মেয়ের। ৮টার পর চিকিত্সকরা এমন কোনও ইঞ্জেকশন দেন, তারপরই বৃষ্টির অবস্থা আরও বাড়াবাড়ি হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বৃষ্টির।


'কোলে বসায়, তারপর...', স্কুলের মধ্যে ছাত্রীদের লাগাতার যৌন হেনস্থা যোগাসন শিক্ষকের!


এরপরই ক্ষেপে ওঠেন বৃষ্টির পরিজনরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এক জন চিকিত্সককে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিস। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।