ওয়েব ডেস্ক: ফিরে এল পুরুলিয়াকাণ্ডের স্মৃতি। প্রেমের পথে কাঁটা দেড় বছরের সন্তান। একারণে এবার নদিয়ায় শিশুকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ছেলেকে শ্বাসরোধ করে মারা হয় বলে অভিযোগ। ঘটনাটি হাঁসখালির গাজনার দুর্লভপুরের। বছর দেড়েকের ছেলেকে নিয়ে একাই থাকতেন ঝর্ণা বিশ্বাস। স্বামী রবি রাজোয়ারের মৃত্যুর পর, সম্প্রতি ভীষ্ম সর্দার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ভীষ্ম একেবারেই পছন্দ করত না ঝর্ণার বছর দেড়েকের ছেলেকে। প্রতিবেশীদের দাবি, গতকাল দীর্ঘক্ষণ শিশুটির কোনও খোঁজ না পেয়ে সন্দেহ হয় তাঁদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হলদিয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযোগের তির তৃণমূলের দিকে


এনিয়ে ঝর্ণাকে প্রশ্ন করা শুরু হতেই, চাপের মুখে ভেঙে পড়ে সে। পড়শিদের অভিযোগ, ছেলেকে খুনের কথা নিজেই স্বীকার করে নেয় ঝর্ণা। তাঁকে আটক করেছে পুলিস। কয়েকদিন আগেই পুরুলিয়ায় সামনে আসে তিন বছরের শিশুকন্যার মর্মান্তিক পরিণতির খবর। সম্পর্কে বাধা হওয়ায়, তিল তিল করে মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেয় মা মঙ্গলা গোস্বামী। সম্পর্ক গড়ে উঠেছিল যার সঙ্গে, সেই সনাতন ঠাকুরের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে শিশুটির শরীরে সাতটি সুচ ঢোকানোর অভিযোগ। ছোট্ট শিশুটির ওপর চলেছিল যৌন নির্যাতনও।


আরও পড়ুন  দগ্ধ বধূকে নগ্ন অবস্থায় রেল লাইনের ধারে ফেলে পালানোর অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে