বিধান সরকার: দশদিন পরই ছিল বিয়ে, আর তার আগেই বন্ধুদের সঙ্গে জগদ্ধাত্রী ঠাকুর দেখে ফিরে আত্মঘাতী যুবক! কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ কুমার সন্ন্যাসী। চুঁচুড়ার ধরমপুর কালিতলার বাসিন্দা প্রদীপ কুমার সন্ন্যাসীর (৩৫) মিষ্টির দোকান আছে ধরমপুরে। গতকাল রাতে বন্ধুদের সঙ্গে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যান ওই যুবক। আড়াইটে নাগাদ ফেরেন। এরপর-ই আজ সকালে স্থানীয় এক দোকানদার দেখেন নিজের মিষ্টির দোকানের বিপরীতেই একটি চারচালায় প্রদীপের ঝুলন্ত দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর যায় পুলিসে। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। যুবকের বন্ধু বিশ্বজিৎ পাল, কার্তিক মণ্ডলরা বলেন, গতকাল রাত এগারোটার সময় বাইক নিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই। প্রদীপ খুব হাসিখুশি ছিল। চিলি চিকেন দিয়ে তন্দুরী রুটি খেয়ে রাত আড়াইটেয় বাড়ি ফিরি। ঠাকুরের সামনে ছবিও তুলি। প্রদীপ ফিরে এসে বলল দোকানে শুয়ে পড়বে। তারপর আমরা চলে যাই। আজ সকালে খবর পেলাম আত্মহত্যা করেছে। কেন এমন হল বুঝতে পারছে না বন্ধুরা। ধোঁয়াশায় পরিবারও।


প্রদীপের মা বাবা নেই। দুই দাদা ও তাঁদের পরিবার আছে। চুঁচুড়ার স্থানীয় এক আশ্রম কন্যার সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল। আগামী ১৭ তারিখ ছিল বিয়ের দিন। কার্ড ছাপানো থেকে সবকিছু আয়োজন হয়ে গিয়েছিল। তারপরেও এই মৃত্যু কেন বুঝে উঠতে পারছে না বন্ধুরা। মৃতের এক দাদা জানান, ভাইকে মিষ্টির দোকান করে দিয়েছিলেন। ব্যবসা ভালোই চলছিল।


আরও পড়ুন, Singur: রাস্তায় অতর্কিতে ছুরি হানা, বাড়ি ফেরার পথেই সিঙ্গুরে খুন যুবক!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)