ভোটের মুখে নাকা তল্লাশিতে চোলাই উদ্ধার
মঙ্গলবার ভোরে সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালাচ্ছিল পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে সর্বত্র চলছে নাকা চেকিং। মঙ্গলবার নাকা চেকিংয়ের সময়ে সিঙ্গুর এলাকা থেকে ৪৮০ লিটার চোলাই মদ উদ্ধার করল বড়া ফাঁড়ির পুলিস। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুশান্ত হাইত নামে এক ব্যক্তি।
মঙ্গলবার ভোরে সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালাচ্ছিল পুলিস। সেই সময় একটি টোটোকে সন্দেহজনকভাবে এলাকায় ঘুরতে দেখা যায়। টোটো আটকে চালক সুশান্তকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিস। কথায় অসঙ্গতি মেলে। টোটোয় তল্লাশি চালিয়ে চোলাই মদ উদ্ধার হয়।
ভোটের মুখে তৃণমূল নেতা খুনের নেপথ্যে কারা? পরিবারের বয়ানে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য
চোলাই পাচারের কথা স্বীকার করেছে সুশান্ত। তাকে গ্রেফতার করেছে পুলিস। জেরায় জানা গিয়েছে, সিঙ্গুর থেকে চোলাই নিয়ে গুড়াপের দিকে যাচ্ছিল সে। ধৃতকে বুধবার চন্দননগর আদালতে পেশ করা হবে।