ময়নাগুড়িতে আইপিএল বুকিদের ডেরায় সিআইডি হানা
আইপিএল বুকিদের কাজকর্মের অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি-র গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন, হোয়াটস অ্যাপের মাধ্যমে দরাদরি করা হতো। দর চূড়ান্ত হলে একটি সঙ্কেত দেওয়া হত। খেলার পরে সেই সঙ্কেত দেখালে মিলত টাকা।
নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক হানাহানির মাঝেই ময়নাগুড়িতে আইপিএল বুকিদের ডেরায় সিআইডি হানা। ময়নাগুড়ি থেকে গ্রেফতার ৪ আইপিএল বুকি। উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা-সহ বেশ কিছু মোবাইল ও ল্যাপটপ। ধৃতদের ২ দিনের সিআইডি হেফাজত দিয়েছে জলপাইগুড়ি সিজেএম আদালত।
আইপিএল বুকিদের কাজকর্মের অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি-র গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন, হোয়াটস অ্যাপের মাধ্যমে দরাদরি করা হতো। দর চূড়ান্ত হলে একটি সঙ্কেত দেওয়া হত। খেলার পরে সেই সঙ্কেত দেখালে মিলত টাকা।
মূলত দু'ভাবে বেটিং চলত। জানা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমেও এই বেটিং চলানো হত। তবে, দ্বিতীয় পদ্ধতিটা সাধারণত স্থানীয় পর্যায়ে কার্যকারী ছিল। স্থানীয় চক্র পরিচালনা হত কলকাতার বড়বাজার থেকে। সেখানেই দর ঠিক হতো, হিসেবও রাখা হত সেখানেই। কলকাতার নির্দেশেই টাকা দেওয়া নেওয়া হতো। আরও পড়ুন- শাঁখা-সিঁদুর পরে অন্য পুরুষের পাশে হবু স্ত্রী! ফেসবুকে ছবি দেখেই বিয়ে বাতিল