নিজস্ব প্রতিবেদন: সেদিন ঠিক কী ঘটেছিল? কখন খবর পেয়েছিলেন? কী ব্যবস্থা নিয়েছিলেন?  সিআইডি-র নজরে কোচবিহারের প্রাক্তন পুলিস সুপার দেবাশিস ধর। শীতলকুচিকাণ্ডে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। করা হল ভিডিও রেকর্ডিংও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিআইডি-র অনুমান, ভোটের দিন শীতলকুচি বিধানসভার জোড়পাটকির ১২৬ নম্বর বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। দরজা ভেদ করে সেই গুলি লাগে ব্ল্যাকবোর্ডে! ওই বুথ  ও লাগোয়া এলাকা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন ব্যালেস্টিক টিমের ৩ সদস্য। জানা গিয়েছে, প্রাথমিকভাবে CID-কে জানানো হয়েছে, স্কুলের দরজা ও ব্ল্যাকবোর্ডে যে গুলি চিহ্ন মিলেছে, তা রাইফেলের।


আরও পড়ুন: Narada মামলা থেকে নাম বাদ দেওয়ার আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ Malay Ghatak


শীতলকুচিকাণ্ডে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তখন কোচবিহারের পুলিস সুপার ছিলেন দেবাশিস ধর। তিনি বলেছিলেন, আত্মরক্ষার স্বার্থেই সেদিন গুলি চলেছিল। জেলার তত্‍কালীন পুলিস সুপারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী।  ঠিক কী ঘটেছিল শীতলকুচিতে? কোচবিহারের প্রাক্তন পুলিস সুপার দেবাশিস ধরকে এদিন ভবানীভবনে তলব করেছিলেন সিআইডি-র আধিকারিকরা। 


আরও পড়ুন: গোড়াতে ভোট-হিংসার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য, চুপ করে বসে থাকতে পারে না: হাইকোর্ট


প্রসঙ্গত, ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। গণ্ডগোল থামাতে গিয়ে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। কেন্দ্রীয় বাহিনীর তরফে দাবি করা হয়েছিল, সেদিন ভোটগ্রহণ চলাকালীন বুথের বাইরে ব্যাপক গন্ডগোল শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আত্মরক্ষার জন্য় গুলি চালাতে হয়।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)