নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু রহস্য সমাধানে আরও তৎপর CID। এবার সোজা জেলা পুলিস লাইনে হানা দিলেন তদন্তাকরীরা। কথা বলেন, শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর সহকর্মীদের সঙ্গে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিট নাগাদ তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনসে পৌছায় CID-র ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে ঘটনার দিন শুভব্রত চক্রবর্তীর সঙ্গে কর্মরত বাকি ১১ জনের সঙ্গে কথা বলেন তাঁরা। ঘটনার দিনের বিভিন্ন পরিস্থিতি শুভব্রতের তৎকালিন সহকর্মীদের থেকে জানতে চান তাঁরা। প্রায় ৭ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। অবশেষে রাত ১১টা নাগাদ জেলা পুলিশ লাইন্স থেকে বের হন তদন্তকারীরা।


আরও পড়ুন: সরকারি উদ্যোগে চিকিত্‍সা, মাথাভাঙার কিশোরীর বাড়িতে ২ প্রাক্তনমন্ত্রী


আরও পড়ুন: তিন আদিবাসী নাবালিকার রহস্য মৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ


বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েই সম্প্রতি কাঁথিতে শুভেন্দু-নিবাস শান্তিকুঞ্জের লাগোয়া বাড়িতে যায় সিআইডি (CID)। সিআইডি-র সঙ্গে কথা বলেন দিব্যেন্দু অধিকারী। জানা গিয়েছে অধিকারিদের শান্তিকুঞ্জের বিপরীতে একটি গ্যারেজ লাগোয়া বাড়িতেই থাকতেন তাঁদের দেহরক্ষীরা। সেখানে বিশ্রামও নিতেন। থাকতেন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীও। মৃত্যুর এত বছর পর কেন সিআইডি তদন্তে নেমেছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। ২০১৮ সালে শুভব্রতর রহস্যজনক মৃত্যুর হয়। আড়াই বছর পর ফের স্বামীর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তাঁদের দায়ের করা FIR-এ নাম রয়েছে বিরোধী দলনেতার, এমনটাই সূত্রের খবর৷