নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইনের বিরোধিতায় আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর তিনদিন পদযাত্রা করবেন। আজ, সোমবার রেড রোডে আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। প্রতিবাদের পাশাপাশি, রাস্তায় নেমে জানাবেন শান্তিরক্ষার আবেদনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগরিকত্ব আইনের প্রতিবাদ হোক। কিন্তু, এভাবে তাণ্ডব চালিয়ে নয়। আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবুও, অশান্তিতে পুরোপুরি রাশ টানা যায়নি। রবিবারও প্রতিবাদের নামে জেলায় জেলায় বিক্ষোভ-আগুন।  তাণ্ডবের পিছনে কাজ করছে ধর্মীয় বিভাজনের রাজনীতি। আর পথে নেমেই সেই উস্কানির মোকাবিলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণ জাগরণের ডাক দিয়ে সোমবার থেকে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী। পর পর ৩ দিন শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করবেন মমতা।


সোমবার দুপুর ১টায় রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে।মেয়ো রোড হয়ে মিছিল পৌছবে জওহরলাল নেহরু রোডে। সেখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মিছিল শেষ হবে।


মঙ্গলবার দুপুর ১টায় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল। 


বুধবারও প্রতিবাদ মিছিল কর্মসূচি। তিনি হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন।



বিভাজনের রাজনীতির ফাঁদে পড়ে মানুষ যাতে নিজেদের মধ্যে অশান্তিতে জড়িয়ে না পড়েন, তারজন্য বার বার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। শান্তির বার্তা দিতেই তাঁর পথে নামা। রবিবার থেকেই অবশ্য পথে নেমেছেন তৃণমূলের বাকি নেতারা। নাগরিকত্ব আইনের প্রতিবাদের সঙ্গেই শান্তিরক্ষার আবেদন করছেন তাঁরা। আসানসোলে মিছিলের নেতৃত্ব দেন মলয় ঘটক।ট্রাফিক কলোনি থেকে শুরু হয়ে গির্জা মোড় পর্যন্ত মিছিলে পা মেলান অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। হাওড়ার শিবপুরে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে পথে নামেন তৃণমূল কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করে তৃণমূল। নেতৃত্বে দেন বিধায়ক শওকত মোল্লা। NRC-র নামে দেশ ও জাতির মধ্যে কোনও বিভাজন বরদাস্ত নয়, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, পাশাপাশি তাঁর আবেদন, আইনশৃঙ্খলা বজায় রাখুন। প্রতিবাদের নামে আইন হাতে তুলে নেবেন না। 


আরও পড়ুন- উলুবেড়িয়া স্টেশনে তাণ্ডবে জড়িত দুষ্কৃতীদের ধরতে গিয়ে মার খেলেন পুলিসের আইসি