নিজস্ব প্রতিবেদন:  ক্যানেল থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানের রথতলা এলাকায়। মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ (৩৭)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিবিআইকে বাধা, রাজ্যের ৩ IPS-এর বিরুদ্ধে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের


রবীন্দ্রনাথ  দেওয়ানদিঘি থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বড়কাশিয়াড়া গ্রামে। রবিবার রথতলা এলাকায় কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। বিকালে তাঁর স্ত্রী  মোবাইলে যোগাযোগ করা চেষ্টা করেন।  স্ত্রীর দাবি, বিকালের পর থেকে একবারও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁর ফোনও বন্ধ ছিল। রাতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের তরফে তাঁকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। আত্মীয়দের বাড়িতেও ফোন করে খবর নেওয়া হয়। কিন্তু কোথাও কোনও খোঁজ না পেয়ে সোমবার সকালে থানায় যাচ্ছিলেনতাঁর স্ত্রী।


আরও পড়ুন: রাজীব কুমারের অপসারণ চেয়ে এবার হাইকোর্টে পালটা মামলা


সকালেই স্থানীয়রা রথতলা ক্যানেলে একটি দেহ ভেসে থাকতে দেখেন। পরে রবীন্দ্রনাথকে চিনতে পেরে তাঁর স্ত্রীকে খবর দেন তাঁরা। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। মৃতের ছয় ও এক বছরের দুই পুত্রসন্তান রয়েছে। স্বামীর মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও কারা একাজ করে থাকতে পারে, সেবিষয়ও কিছুই আঁচ করতে পারেননি তিনি।