পঞ্চায়েত ভোটের সুরক্ষায় এই প্রথম সিভিক ভলান্টিয়ার ও এনভিএফ
পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় অভিনব পদক্ষেপ। পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় এবার ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ারকে। সেইসঙ্গে ব্যবহার করা হবে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স (NVF)-কেও।
নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় অভিনব পদক্ষেপ। পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় এবার ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ারকে। সেইসঙ্গে ব্যবহার করা হবে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স (NVF)-কেও।
নবান্ন সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে অবাধ ও সুষ্ঠু ভোট করার জন্যই ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ার ও এনভিএফ-কে। এবারই সর্বপ্রথম সিভিক ভলান্টিয়ারকে ভোটের কাজে লাগানো হবে। এর আগে ভোটের কাজে ব্যবহার করা হয়নি এনভিএফ-কেও।
প্রসঙ্গত এর আগেই রাজ্য সরকার নির্বাচন কমিশনে রিপোর্ট দিয়ে জানিয়েছে যে রাজ্যের পুলিসেই হবে পঞ্চায়েত ভোট। বিভিন্ন দফতর মিলিয়ে রাজ্যের হাতে মোট যে বাহিনী আছে, তার ভিত্তিতেই ভোটকেন্দ্র বিচারে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। আরও পড়ুন, বুথে থাকবে না সশস্ত্র বাহিনী, রাজ্যের পুলিসেই পঞ্চায়েত ভোট; কমিশনকে রিপোর্ট রাজ্যের