নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রী সতর্ক করছেন বার বার। কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম্য থামছে কই? আজ বালি মাফিয়াদের হাতে বেধড়ক মার খেলেন এক সিভিক ভলেন্টিয়ার। পুরুলিয়ার কোটলুই গ্রামের কাঁসাই নদীঘাটের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশেই তত্পর প্রশাসন, শুরু বালি খাদান-অভিযান


 প্রতিদিনই এই নদীঘাট থেকে কয়েকশো লরি বালি চুরি হয়। আজও তেমনই চলছিল। এদিন দুই সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়। বালি মাফিয়ারা তাঁদের একজনের ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম সুরজিত্‍ রক্ষিতকে প্রথমে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জামসেদপুর। অপরজন কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচান।


আরও পড়ুন: নেতাই থেকে ছোট আঙারিয়া, ‘রক্তাক্ত’ নন্দীগ্রামের স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী


অন্যদিকে, মঙ্গলবারের নির্দেশের পরই বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি বালি খাদান বন্ধ করে দিল মহকুমা প্রশাসন। অভিযোগ, সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই বৈধ খাদান থেকে অবৈধ উপায়ে বালি পাচার করত খাদান মালিক।