নিজস্ব প্রতিবেদন : যাদের নিয়ে ক্ষোভ রাজ্যের প্রায় সর্বত্র ফের একবার সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে নবান্ন। সম্প্রতি এক নির্দেশিকায় রাজ্যে ৫,২৮৫ জন সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। এবার থানায় বা ট্রাফিক বিভাগে নয়, সিভিক ভলান্টিয়ার নিয়োগ হবে গোয়েন্দা বিভাগেও। যা শুনে বিজেপির প্রতিক্রিয়া, 'এভাবে কি ক্যাডার বাহিনী নিয়োগ করে রোখা যাবে তৃণমূলের পতন?'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ভাটপাড়া আশান্তির মধ্যেই বারাকপুরের পুলিস কমিশনারকে সরাল নবান্ন



তবে নতুন নিয়োগ নয়, বর্তমান সিভিক ভলান্টিয়ার বাহিনী থেকেই বাছাই করা হবে এই ৫.২৮৫ জনকে। নবান্নের পরিসংখ্যান অনুসারে বর্তমানে রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ১.২৫ লক্ষের কিছু বেশি। 


রাজ্য পুলিস সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি লেগেই রয়েছে। যা প্রতিরোধে বেগ পেতে হচ্ছে পুলিসকে। এজন্য আগাম খবর না থাকাকেই দায়ী করছেন পুলিসকর্তারা। এক্ষেত্রে তারা গোয়েন্দা বিভাগের মুখাপেক্ষী। আর গোয়েন্দা বিভাগ ধুঁকছে কর্মীর অভাবে। তাই রাতারাতি কর্মীর অভাব পূরণ করতে গোয়েন্দা বিভাগে সিভিক ভলান্টিয়ার আমদানি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।