নিজস্ব প্রতিনিধি:  মাঝে কয়েক দিনের ব্যবধান। ফের উত্তপ্ত হয়ে উঠল পাড়ুই। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। চলে ধারালো অস্ত্র নিয়ে হামলা, বোমা শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরেরও অভিযোগ। এই ঘটনায় আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফোনে কথা বলতে বলতেই সব শেষ, ট্রেন থেকে ধাক্কা দিয়ে খুন তরুণীকে!


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ুইয়ের চৈমণ্ডলপুরে বৃহস্পতিবার সভার কথা রয়েছে বিজেপির। বুধবার রাতে পতাকা টাঙিয়েছিলেন বিজেপি কর্মীরা। সে সময় তাঁদের ওপর বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রাতভর চলে তাণ্ডব। বিজেপির দলীয় কার্যালয়ও ভাঙচুর করার অভিযোগ ওঠে। লুঠ করা হয় টিভি, ল্যাপটপও। এমনকি কার্যালয়ের বোর্ডও চুনকাম করে দেওয়া হয় বলে অভিযোগ। পাড়ুই থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে থমথমে এলাকা।


যদিও বিজেপির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, জায়গাটি জবরদখল করে কার্যালয় বানিয়েছে বিজেপি। 


আরও পড়ুন: পুরনো শত্রুতার জেরে মোটা অঙ্কের টাকা ছিনতাই