নিজস্ব প্রতিবেদন: জমি নিয়ে বিবাদের জের। কান কাটা গেল এক মহিলার। লাঠির ঘায়ে মাথা ফাটল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ঢুঁড়ির ৭ নম্বর গ্রামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখ্যমন্ত্রীকে বৈরাগী বানাবে তাঁর ভাইপো অভিষেক, কটাক্ষ বিপ্লবের
বাসন্তী ঢুঁড়ির ৭নম্বর গ্রামের গায়েন পরিবারের জমি নিয়ে বিবাদ দীর্ঘ দিনের । আর এই সমস্যার সমাধান এক পক্ষ মানতে চাইলেও অপর পক্ষ মানতে নারাজ। তাতেই শুরু হয় হাতাহাতি। আয়ের  গায়েন, ইসলাম গায়েন ও ভোলা গায়েন সহ বেশ কয়েকজন বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত হন মহিলা ও শিশু সহ বেশ কয়েকজন।
আহতদের মধ্যে ননেহারা গায়েনের কান কাটা যায়।


ভিডিয়ো: আনন্দ করার নয়, এটা মোদী রামের ভোট, বিতর্কিত মন্তব্য ফিরহাদের
স্থানীয়রাই আহতদের বাসন্তী হাসপাতালে নিয়ে যান। কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তদন্তে বাসন্তী থানার পুলিস।