নিজস্ব প্রতিবেদন:  ফের উত্তপ্ত দেগঙ্গা। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক ভাঙচুর, বোমাবাজি। চলে গুলিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের অনুগামীদের সঙ্গে দেগঙ্গা ব্লক সভাপতি মফিদুল হক সাহাজি ঠান্ডা লড়াই চলছিল বছর চারেক আগে থেকেই। বৃহস্পতিবার রাতে তা প্রকাশ্যে আসে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর স্থানীয় নেতৃত্বের উপর। যদিও অভিযোগ অস্বীকার করেন দুই গোষ্ঠীর নেতাই।

 বৃহস্পতিবার রাতে বিধায়ক রহিমা মন্ডলের অনুগামীরা চাকলা পাটি অফিসের মধ্যে বসে থাকার সময় ব্লক সভাপতি মফিদুল হক সাহাজির লোকজন গিয়ে হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ। বোমা বন্দুক লাঠি নিয়ে হামলা হয় বলে অভিযোগ ।


ব্লক সভাপতি মফিদুল হক সাহাজি মারধরের কথা স্বীকার করে বলেন, “দলের অভ্যন্তরীণ ব্যাপার সব মিটে যাবে। ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে কিন্তু বোমাবাজি গুলি চলেছে সেই   অভিযোগ অস্বীকার করেন তিনি।”


আরও পড়ুন: JEE এবং NEET পরীক্ষা নিয়ে ৬ রাজ্যের আবেদন, আজ শুনানি সুপ্রিম কোর্টে


বিধায়ক রহিমা মন্ডলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রাতভর পুলিশের  তল্লাশিতে দশ বারো জন কে আটক করা হয়েছে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে বিশাল  পুলিশ বাহিনী রয়েছে ।