Video: রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানেও TMCP-র গোষ্ঠী সংঘর্ষ! রণক্ষেত্র কালনা কলেজ
বিধায়কের সামনেই লাঠি নিয়ে মারপিট পড়ুয়াদের! আহত বেশ কয়েকজন।
নিজস্ব প্রতিবেদন: কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করবে কে? TMCP 'গোষ্ঠী সংঘর্ষে' আহত হলেন বেশ কয়েকজন পড়ুয়া। বিধায়কের সামনেই চলল মারপিট! চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ। ধুন্ধুমারকাণ্ড পূর্ব বর্ধমানের কালনা কলেজে।
জানা গিয়েছে, এদিন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় কালনা কলেজে। আয়োজক, কলেজের বাংলা বিভাগ। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, কালনা কলেজের অধ্যক্ষ-সহ বিশিষ্টজনেরা।
আরও পড়ুন: কেন অনলাইনে পরীক্ষা? বিশ্ববিদ্যালয়ের ছাদে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার
কীভাবে গন্ডগোলের সূত্রপাত? কালনার কলেজের TMCP সমর্থকদের একাংশের দাবি, রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। কেন? বাংলা বিভাগের সামনে যখন বিক্ষোভ শুরু হয়, তখন শাসকদলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা ও তারপর সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। এরপর লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হন তাঁরা! জখম হন বেশ কয়েকজন। কালনার বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানকে ঘির বিক্ষোভ দেখানো হয়।
এর আগে, কলেজে ক্ষমতা কার দখলে থাকবে, তা নিয়ে হাওড়া জগাছার কানাইলাল ভট্টাচার্য TMCP গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ওঠেছিল। আহত হয়েছিলেন দু'পক্ষেরই বেশ কয়েকজন। আতঙ্কে কলেজ ছেড়ে চলে দিয়েছেন বাকি পড়ুয়ারা।