নিজস্ব প্রতিবেদন: দাম্পত্য কলহ শেষপর্যন্ত পৌঁছাল পারিবারিক বিবাদে। আর তা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ল পাড়ার দুই গোষ্ঠী। সংঘর্ষে প্রাণ গেল একজনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সকালে পারিবারিক বিবাদ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের কান্দির মণিগ্রামে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের বাসিন্দা নুরচাঁদ সেখ ও তার স্ত্রী সেলিনা বিবির সঙ্গে দাম্পত্য কলহের জের পৌঁছেছে আদালত পর্যন্ত। নুরচাঁদ সৌদি থেকে ফিরে আসার পর সেই কলহ আরও মাথাচাড়া দিয়ে উঠেছিল।


এদিন সকলে ওই বিবাদ নিয়েই পাড়ার দু'পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়েছে যায়। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের উপরে চড়াও হয় বলে গ্রামবাসীদের দাবি। সংঘর্ষে আহত হন নুরচাঁদের ভাই জামিরুল। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই উত্তেজিত মানুষজন সেলিনা বিবির বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে দমকল। এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।


আরও পড়ুন-'দেখতে খারাপ মহিলাদের বিয়েতে সাহায্য করে পণ', সমাজবিদ্য়ার বইয়ের তথ্য ঘিরে 'বিতর্ক'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)