নিজস্ব প্রতিবেদন: বর্ধমান বিজেপিতে (BJP) সংঘাত 'চরমে'। যুব সভাপতির নাম ঘোষাণা হতেই বিক্ষোভে সরগরম হয়ে ওঠে বিজেপির জেলা কার্যালয়। বিক্ষোভে সামিল হন কর্মীদের একাংশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ধমান সদর সাংগঠনিক জেলার যুব সভাপতি হিসাবে পিম্টু সামের নাম ঘোষণা করে রাজ্য কমিটি। বিক্ষোভকারীদের অভিযোগ, যাকে যুবমোর্চার সভাপতি করা হয়েছে তিনি তোলাবাজ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত। জেলা সভাপতি স্বজনপোষণ করেছেন। টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে। পিণ্টু সামকে অনুগামী হওয়ায়, তাকে যুবমোর্চার সভাপতি নিযুক্ত করা হয়েছে। অবিলম্বে পিণ্টু সামের অপসারণ চান কর্মীরা। ব্যাপক আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।


এই বিষয়ে বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তাঁ জানান, এটা মান-অভিমানের ব্যাপার। রাজ্য নেতৃত্ব নাম ঘোষণা করেছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিজেপির কেউ নন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)