নিজস্ব প্রতিবেদন: অশান্তি চলছিলই। 'জমি মাফিয়া'দের সঙ্গে এবার সরাসরি সংঘর্ষে জড়ালেন আদিবাসীরা। লাঠি, তীর, ধনুক চলল হামলা! রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের রানীগঞ্জ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনল পুলিস। এখনও থমথমে এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কি? রানীগঞ্জের  রানিসায়ের মোরে ২ নম্বর জাতীয় সড়কের দু'ধারে বসবাস করেন আদিবাসী সম্প্রদায়ে মানুষেরা। বেশ কয়েকদিন ধরে জমি মাফিয়ারা সেই জমি দখলের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'রাতের অন্ধকারে গ্রামের পাশে পুকুর বুজিয়ে ফেলা হচ্ছিল। প্রতিবাদ করলেই মারধর করছিল জমি মাফিয়ারা। বিষয়টি পুলিস, প্রশাসন, এমনকী বিডিও জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি'। অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল।


আরও পড়ুন: Howrah: শিবপুরে কিশোর খুনে ঘটনার পুনর্নিমাণ, ধারালো অস্ত্র উদ্ধার পুলিসের


এদিন সকালে জমি দখলের অভিযোগে তুলে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন আদিবাসীরা। খবর পেয়ে 'জমি মাফিয়া'রা যখন  ঘটনাস্থলে পৌঁছন, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ,  লাঠি, তীর, ধনুক নিয়ে তাঁদের উপর চড়াও হন বিক্ষোভকারীরা। ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি অস্থায়ী ঘরও। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। এদিকে যাঁদের বিরুদ্ধ জমি দখলের অভিযোগ উঠেছে, তাঁরা কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন, 'আমরা আদিবাসীদের জায়গা দখল করিনি। আমাদের সমস্ত কাগজপত্র রয়েছে। পুকুর ও আমরা ভরাট করিনি'। এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)