নিজস্ব প্রতিবেদন : বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক ছাত্রীর ক্ষতবিক্ষত ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, কেউ বা কারা ওই ছাত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, দুর্গন্ধে টেকা দায়, খালের জলে মিলল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ


জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম সরস্বতী মন্ডল, বয়স ১৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মানিকরা স্কুলের নবম শ্রেণিতে পাঠরত ছিল ওই ছাত্রী। বাবা-মা কর্মসূত্রে ভিন রাজ্যে কাজ করে। সেই কারণে ওই ছাত্রী তার দিদা কুসুম রায়ের সঙ্গেই থাকত। সম্প্রতি কুসুম রায় অসুস্থ হয়। চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যায়। ফলে ওই ছাত্রী বাড়িতে একাই ছিল।


আরও পড়ুন, বড় বউদির সঙ্গে স্বামীর 'সম্পর্ক' ভালো ঠেকেনি যুবতী স্ত্রীর! বিয়ের ১১ মাসের মাথায় এটাই ঘটল


এদিন ওই ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় হবিবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই ছাত্রীকে। তারপর গাছে ঝুলিয়ে দেওয়া হয় দেহ।