নিজস্ব প্রতিবেদন: বর্ষবরণের রাতে অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক কিশোরের। সোমবার নিউ কোচবিহারের একাদশ শ্রেণির এক ছাত্রের মৃতদেহ মেলে তোর্সা নদীর পাশ্ববর্তী একটি জঙ্গলের মধ্যে। মৃত ছাত্রের নাম পাপাই দে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খুন নাকি দুর্ঘটনা এনিয়ে তর্ক থাকলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শারীরিক অত্যাচার করেই খুন করা হয়েছে পাপাইকে। শিবযজ্ঞ রোডের বাসিন্দা পাপাই গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, এই খুনের সঙ্গে একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক থাকতে পারে।


আরও পড়ুন-দু’দিনের অপারেশন শেষ, নিকেশ পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে ঢুকে পড়া তৃতীয় জঙ্গি


স্থানীয় বাসিন্দাদের দাবি, গোরস্থান এলাকার একটি মেয়ের সঙ্গে পাপাইয়ের প্রণয় ছিল। তবে মেয়েটির সঙ্গে আরও কয়েকজন ‌যুবকের ঘনিষ্ঠতা ছিল বলেও তাঁদের দাবি। পাপাইয়ের পরিবারের অভি‌যোগ অনু‌যায়ী, ময়েটির সঙ্গে অন্যান্য যুবকদের ঘনিষ্ঠতা নিয়ে এলাকার কয়েকজন ‌যুবককে জেরাও করেছে পুন্ডিবাড়ি থানার পুলিস। এদের একজনকে আটকও করা হয়েছে।