জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল বিজ্ঞপ্তির তরফ থেকে জারি করা হল নতুন নিয়ম। নতুন শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে থাকবে পঞ্চম শ্রেণি। বেশ অনেকদিন ধরেই চলছিল আলোচনা। নানা কারণে তা কার্যকর করা যাচ্ছিল না। কিন্তু অবশেষে সেই সিদ্ধান্তের ওপর পড়ল শিলমোহর। আগামী ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণিকে সমস্ত প্রাথমিক স্কুলগুলির শিক্ষা আওতায় নিয়ে আসা হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Kultali Shocker: মূক ও বধির মহিলার উপরে ঝাঁপাল প্রতিবেশী যুবক, ২ লাখ টাকায় রফার চেষ্টা পঞ্চায়েত সদস্যের!


এর আগে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় ছিল। কিন্তু এবার ২০২৫ সাল থেকে পঞ্চম শ্রেণি থাকবে প্রাথমিকে। এদিকে আগামী শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের  ২৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হবে বলে স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে। বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পঞ্চম শ্রেণিকে যুক্ত করার তালিকায় আছে কলকাতার ৫২ টি স্কুল। পাশাপাশি হাওড়া ১৪৫টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার যথাক্রমে ১৯৮টি ও ৩২৭টি। হুগলি ২০৮টি, পূর্ব মেদিনীপুর ৬১টি, পশ্চিম মেদিনীপুর ৬৫টি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের যথাক্রমে ৮৩টি ও ৮৭টি, বীরভূমের ১১৯টি, বাঁকুড়ার ৪৫টি, পুরুলিয়ার ২৪টি, জলপাইগুড়ির ২৭টি, মালদার ২২৯টি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ৭৯টি এবং ১৭টি, কোচবিহারের ২৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভূক্ত করা হবে।


দেশের অন্যান্য রাজ্যের প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ দেওয়া হয়। শুধু এই নিয়ম ছিল না আমাদের বাংলায়। তবে ২০২৫ সাল থেকে সেটি কার্যকর হতে চলেছে। অনেকের মতে, প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস ফাইভ যুক্ত হলে একপ্রকার চাপ কমবে হাইস্কুলের উপর থেকে। এক ধাক্কায় কমবে পড়ুয়ার সংখ্যা। উন্নতি হবে পঠন-পাঠনের।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)