নিজস্ব প্রতিবেদন:  বাবার মুদির দোকান থেকে মোবাইল চুরি হয়ে যায়। বন্ধ হয়ে যাবে অনলাইনে পড়াশোনা। এর আশঙ্কাতেই আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। নাম মৌ সাহা (১৫)। ঘটনাটি ঘটে সোনারপুর থানার বিদ্যাধরপুরের মাদসারে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবার সূত্রে জানা যায়,  মৌ বিদ্যাধরপুর নারায়ণ মঙ্গলা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার একটি মুদিখানা দোকান আছে বাড়ির কাছেই। এই দোকানেই  গত শুক্রবার বসেছিল সে। আচমকা দোকান থেকেই তার মোবাইল গায়েব হয়ে যায়। লকডাউনের জেরে এই মোবাইলে অনলাইনে ক্লাস করছিল মৌ। পড়াশোনা যে বন্ধ হয়ে যেতে পারে, সেই ভেবেই মানসিক অবসাদে  নিজের ঘরে  আত্মহত্যা করে মৌ।

পরিবারের লোকজন রাতেই তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। বারইপুর পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। এই ঘটনায় কার্যত বাকরুদ্ধ ছাত্রীর বাবা সহ পরিবারের লোকজন।