নিজস্ব প্রতিবেদন : পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল ছেলে। মা তাই বকাবকি করেছিল। আর তারপরই অভিমানে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, খুনের পর পোশাক বদলে খালে ফেলে দেয়, পাকা খুনির মত 'কাজ সারে' অদিতি


ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের বয়ের সিং গ্রামের গাজি পাড়ার বাসিন্দা নারিমুদ্দিন গাজি। তালদি সুরবালা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পাঠরত ছিল তাঁর মেয়ে মাসুদা খাতুন। এরমধ্যেই অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বেরয়। পরীক্ষার ফল বেরলে দেখা যায়, মাসুদা খাতুন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।


আরও পড়ুন, বালিগঞ্জ থেকে বেহালা, বন্ধ ১৮টি রুটের অটো, চূড়ান্ত দুর্ভোগ নিত্যযাত্রীদের


বাড়িতে রেজাল্টের কথা জানানোর পর মাসুদাকে বকবাকি করে তার মা লায়লা বিবি। ধমক খাওয়ার পরই ঘরে ঢুকে যায় মাসুদা। ঘরে ঢুকেই কিছু একটা সে খায়। এরপর ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মাসুদাকে।


আরও পড়ুন, সাতসকালে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮


সঙ্গে সঙ্গেই ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুদাকে। সেখানেই মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইঁদুর মারার বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে মাসুদা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিস।